সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একই সময়ে নবায়নের কয়েক হাজার আবেদন জমা হওয়ায় তা নিষ্পত্তিতে কিছুটা সময় লাগছে। আবেদন প্রাপ্তির তারিখের ভিত্তিতে ধারাবাহিকভাবে নবায়ন আবেদনসমূহ নিষ্পত্তি করা হচ্ছে। এক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন না হয়ে অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ করা হলো। ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত যে কোনো কাজে কারো সাথে আর্থিক লেনদেন ও যোগাযোগ না করার জন্য পুনরায় কঠোরভাবে সতর্ক করা হলো।
কোনো আবেদন শর্টফল করা হলে শর্টফলের কারণ এবং করণীয় সিস্টেমে উল্লেখ করা হয়ে থাকে। অনুগ্রহ করে সিস্টেমের প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে আবেদন রি-সাবমিট করুন।
বিশেষ প্রয়োজনে নিবন্ধন কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ নম্বরে (01330-005048) টেক্সট ম্যাসেজ দেয়া যেতে পারে।