১. ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাবের পূর্বে নামের মূল শব্দ বা কিওয়ার্ড ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে কিনা তা অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (www.regtravelagency.gov.bd)-এর ‘এজেন্সির তথ্য যাচাই’ সার্চ বক্স থেকে যাচাই করে নিতে হবে
২. ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে বিদ্যমান কোন ট্রাভেল এজেন্সির মূল নাম বা কিওয়ার্ড (Keyword)-এর সাথে হুবহু অথবা আংশিক মিল রেখে নতুন কোন এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না;
৩. বিদ্যমান কোন ট্রাভেল এজেন্সির মূল নামের সাথে কোন শব্দ, বর্ণ কিংবা চিহ্ন সংযোজন ও বিয়োজন করে নতুন ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না;
৪. ট্রাভেল এজেন্সির সাথে সম্পর্কিত নয় এমন শব্দ পরিহার করতে হবে। যেমন: ওভারসিজ, হজ-ওমরাহ, ভিসা, কনসালটেন্সি, এডুকেশন, ইত্যাদি; এবং
৫. সাইনআপ রিকোয়েস্ট এর সময় ট্রাভেল এজেন্সির মৌলিক ও অর্থবহ নাম প্রস্তাব করতে হবে। অন্যথায় সাইনআপ রিকোয়েস্ট বাতিল করা হবে।
দালাল বা প্রতারক চক্রের সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডযোগ্য অপরাধ।